রাজধানীর পথ শিশু ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী দিল ,সাংবাদিক শাহিন বাবু 432 0
রাজধানীর পথ শিশু ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী দিল ,সাংবাদিক শাহিন বাবু
নিজেস্ব প্রতিবেদক
বৈশ্বিকভাবে করোনাভাইরাসের প্রভাবে উদ্ভূদ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ”খবরের সময় ডট কম”এর উপদেষ্টা সাংবাদিক শাহিন বাবু ্।
গতকাল সোমবার (০৪মে) ২০২০ ইং বিকেলে কাকরাইল মোর ও এর আশেপাশে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করেন ।
রাজধানী ঢাকার পথে পথে হেঁটে প্রায় ১০০ লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
সাংবাদিক শাহিন বাবু জানান,গত ২৬মার্চ ২০২০ইং হতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কল্পে সরকারী সাধারণ ছুটিতে লকডাউন হওয়ায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এবং দিন আনে দিন খায় এই শ্রেণীর মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে ,ফলে নানাবিধ সমস্যার সম্মুক্ষীন হয় তারা । ইফতারের দোকানও সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হয়ে যায়। ফলে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও দরিদ্র মানুষের একটি বিশাল অংশ ইফতারের সময়ে চরম অসুবিধার সম্মুখীন হয়।
সাংবাদিক শাহিন বাবু আরও বলেন, ঢাকার অসহায় মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। আমার এই মানবিক কাজে পাশে ছিলেন আমেরিকা প্রবাসী ড. গোলাম মোহাম্মদ। আমাকে সার্বিক সহায়তা করেন মো: মোকলেস।